দুর্ঘটনা

বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৫:৩১:০৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সোমবার রাতে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈল উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার যাওনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে উল্টে যায়। এতে চালকসহ আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন আলী (২৫) নামের এক যুবককে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আলী রাণীশংকৈল উপজেলার নেকমরদ নয়াবাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। অপর আহত বিপুল রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কোনো যানবাহনের ধাক্কায় নয়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলেই ঘটে।

 

অন্যদিকে, একই রাতে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় রাণীশংকৈল উপজেলার ঈদগাহ একবার এলাকার বাসিন্দা সুজন ও তার চাচাতো ভাই লাহিড়ী এলাকার একটি বিয়ে বাড়িতে যাওয়ার পথে নৈশ কোচের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। ঘটনাটি ঘটলে স্থানীয়রা দ্রুত ট্রিপল নাইনে ফোন দিলে বালিয়াডাঙ্গী উপজেলা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনায় জড়িত নৈশ কোচটির কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

পরপর দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাণীশংকৈলসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।

Author

আরও খবর

Sponsered content