প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৫:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ
মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে রেশম চাষী ও কৃষকদের নিয়ে এক সমাবেশ রেলি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় হলরুমে বীরগঞ্জ উপজেলার লাটেহাট এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কেন্দ্রে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং ‘বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা—২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রংপুরের উপ-পরিচালক মো. মাহবুব-উল-হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর যুগ্ম সচিব ও পরিচালক (সম্প্রসারণ) ড. এম. এ মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান তালুকদার, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী (শাহিন) এবং মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। এ ছাড়া স্থানীয় রেশম চাষী কৃষক ও কৃষাণীরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, রেশম শিল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য রেশম চাষিদের প্রতি সরকারি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে রেশম চাষসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

















