জনপ্রিয় - নিউজ

গাউছিয়া কমিটির আয়োজনে, প্রতিমাসের মতো এই মাসেও তৃতীয়বারের মতো মেহমানখানার ও শীত উপলক্ষে কম্বল বিতরণের অনুষ্ঠান হয়েছে,কালিকাপ্রসাদ ইউনিয়নে।

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৮:৩১ প্রিন্ট সংস্করণ

মো: রোমান মিয়া,প্রতিনিধি কিশোরগঞ্জ জেলাঃ

আজকে ১৫/১২/২০২৫ইং রোজঃ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার,কালিকা প্রসাদ ইউনিয়ন এ গাউসিয়া কমিটি বাংলাদেশ, কালিকা প্রসাদ ইউনিয়ন শাখার আয়োজনে,

প্রতিমাসের মতো এই বর্তমান বিজয় মাস উপলক্ষে,
যাদের র*ক্তে*র বিনিময়ে পেয়েছি স্বাধীনতার ও প্রিয় বাংলাদেশ।
সেসকল শহীদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন।
এবং
আবারো আমাদের সু*বি*ধা*ব*ঞ্চি*ত ১৫০ থেকে ২০০ মানুষের জন্য, তৃতীয়বারের মতো মেহমানখানার আয়োজন এর সাথে থাকছে, এইমাসে শীত উপলক্ষে একটি করে কম্বল।

উক্ত অনুষ্ঠানটি দেশ ও প্রবাসের সকল মানবতার ফেরিওয়ালাদের আর্থিক সহযোগিতায় করা হয়। উক্ত অনুষ্ঠানে, মহান দয়ালু আল্লাহ তায়ালা নূরনবীর উছিলায় সকল দানকারীর মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করানো হয়।

উক্ত অনুষ্ঠানটি দেশ ও প্রবাসে সকল মানুষের মনে পজিটিভ সাড়া পড়েছে।

সার্বিক সহযোগিতায়ঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ, কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content