প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ
ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধিঃ

বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন করবে ৫৫তম বিজয় দিবস।বেশিক শাসন অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালি জনসাধারণকে শোষণ, বঞ্চনা ও শোষণের মধ্য রেখেছে। তারা বাঙালির মাতৃভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলন ধাপে ধাপে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।
নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মার্চপাস্ট, ডিসপ্লে, মোনাজাতা/প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, উন্নত খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল নয়টা বারহাট্টা মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শিবিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির খান,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















