উৎসব অনুৃষ্ঠান

শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন করল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:১২:০৬ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান রাজশাহী ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়—এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি মানেই ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবস আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে সত্যের পক্ষে দাঁড়াতে। বীর শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা—কোনো চাপ, ভয় বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে কলমকে ন্যায়ের পথে চালিত করার। সত্য প্রকাশই হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই আমরা বিজয় দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান (নিহাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও মো. সুমন।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল আলম ইমন, আলফাজ হোসেন, আসগর আলী সাগর, তানজিলুল ইসলাম লাইক, ঈসাহাক আলী পিন্টু, সিরাজুল ইসলাম রনি, মেহেদী হাসান, আদিল শেখ, রুকাইয়া চৌধুরী, রাকিবুল হাসান শুভ, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাসুদ, সোহাগ হোসেন, জিয়াউল হক, আব্দুল বশীর ডলার, অপু দাস, সাকিব, রাজা হোসেন প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content