আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপি ও অঙ্গসংগঠন নিজেদের ব্যানারে অংশগ্রহণ করেন। আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন।১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি।
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।