উৎসব অনুৃষ্ঠান

আমতলীতে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন (জাকির সভাপতি, মিরাজ সম্পাদক) নির্বাচিত।

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ২:২১:০২ প্রিন্ট সংস্করণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মূলক সাংবাদিকতার দৃর প্রত্যয় নিয়ে আমতলী

উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার

সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল আমতলী উপজেলা

প্রতিনিধি মো. জাকির হোসেনকে সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার আমতলী

উপজেলা প্রতিনিধি হায়তুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট

কমিটি গঠন করা হয়েছে।

আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা

৭টায় হোটেল সকাল সন্ধ্যার ভিআইপি কক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার

সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে

আমতলী উপজেলা সমকালের সাংবাদিক মো. জাকির হোসেনকে সভাপতি ও

দৈনিক কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজকে

সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনান্য

সদস্যরা হল সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার (দৈনিক সৈকত সংবাদ), মো.

রেজাউল করিম (দৈনিক আমার দেশ), মো. হারুন অর রশিদ দৈনিক ভোরের কাগজ)

মো. আবু সাঈদ খোকন (দৈনিক মানব জমিন ও প্রতিদিনের সংবাদ)। যুগ্ম

সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাসির মাহমুদ দৈনিক সংগ্রাম ও রাজধানী

টিভি), যুগ্ম সম্পাদক সজিব মিয়া ( দৈনিক দেশ রুপান্তর ও এশিয়ান টিভি)

মহসীন মাতুব্বর ( দৈনিক খবর পত্র)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন

মো. মনিরুল ইসলাম (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে

জোশেফ মাহতাব (দৈনিক সবুজ বাংলা)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.

আবু জিয়াদ (বাংলাদেণ বানী), প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ

আল নোমান (দৈনিক ভোরের পাতা ও শেষ কথা) কার্যকরী কমিটির সদস্য

নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননা (দৈনিক ইত্তেফাক),

অ্যাডভোকেট মো. ইছাহাক বাচ্চু (দৈনিক সৈকত সংবাদ) মো. জিয়া সিদ্দিকী

দৈনিক নয়া শতাব্দী), গাজী মতিয়ার রহমান (দৈনিক মুক্ত খবর), আলহাজ্ব তারিকুল

ইসলাম টারজান দৈনিক সাগরকূল), কেএম সোহেল (দৈনিক দিনকাল ও দৈনিক

বরিশালের কথা), মনিরুজ্জামান সুমন (দৈনিক বরিশাল প্রতিদিন) জ্যাক রাসেল (

দৈনিক আজকের বার্তা), মাসুদ রানা দৈনিক দৈনিক সংবাদ সকাল), মো. মেহেদি

হাসান (দৈনিক জবাব দিহি) মৈা. আব্দুর রহমান (জাগো নিউজ ২৪), বিরাজ

কুমার বিশ্বাস দৈনিক দক্ষিণাঞ্চল), মো. নাঈম বিল্লাহ (একুশে নিউজ), মো. হানিফ মিয়া দৈনিক বরিশাল বার্তা মোঃ মাইনুল ইসলাম রাজু দৈনিক বাংলাদেশ সমাচার পারভেজ শাহরিয়ার দৈনিক বাংলাদেশের খবর ও মনোয়ার হোসেন দৈনিক সাগরকুল ও জাকিয়া সুলতানা হানি দৈনিক নববাণী

Author

আরও খবর

Sponsered content