প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪:১৬:১৬ প্রিন্ট সংস্করণ
ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এ সময় প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোখলেছুর সবুজ, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল ফাহাদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

















