আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর আওতায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা মামলায় ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি মামলায় এক ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানি (২০)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলা নং-২১, তারিখ ১১ নভেম্বর ২০২৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, ২০১৮ সালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (মামলা নং-১১, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪) পলাতক আসামি মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বার (৫৮)কে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়ামের পিতা এবং মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য। শনিবার রাতে মেদুয়ারী ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ মালেক জানান, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গ্রেফতারকৃত তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।