হাসিনুজ্জামান মিন্টু, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার এই গৌরবময় দিনটি উদযাপন করা হয়।
দিবসের সূচনা হয় ভোর ৬টা ৫০ মিনিটে খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও দৃষ্টিনন্দন। একই স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান আল বারী, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক আশরাফুল আলম ও আনোয়ারুল ইসলাম এবং এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
তবে দিবসটি ঘিরে আয়োজিত কিছু কর্মসূচিতে প্রশাসনিক প্রস্তুতির ঘাটতির অভিযোগ তুলে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী নির্দিষ্ট অংশে অংশগ্রহণ না করার কথা জানান। যদিও সার্বিক আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। বিজয় দিবস উপলক্ষে কলেজ মাঠে ১৩টি স্টল নিয়ে একটি বিজয় মেলার আয়োজন করা হয়। পাশাপাশি বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।