প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪:০৪:০৫ প্রিন্ট সংস্করণ
রাইবাতুল তানজুম রিমি,আন্তজার্তিক প্রতিনিধিঃ কক্সবাজার রামু থানা পুলিশ অভিযানে সামরিক পোশাক ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার জন্য ব্যবহৃত ১ হাজার ৬ শত পিস ম্যাগজিন হোল্ডার বা পাউচ অবৈধভাবে সীমান্ত দিয়ে মিয়ানমারে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর জন্য পাচারের সময় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি মিনি পিকআপ।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)।উপজেলার জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গত রাত আনুমানিক ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পিকআপে পাচারের সময় ৩২ টি বস্তায় রাখা ম্যাগজিন হোল্ডারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে অবৈধপথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে তারা সেগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি

















