উৎসব অনুৃষ্ঠান

পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সংস্কৃতি সংসদের বার্ষিক পিকনিক, ক্যালেন্ডার বিতরণ ও কবিতা পাঠ।

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

এফ এম এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মৌচাক সাহিত্য – সাংস্কৃতিক সংসদের বার্ষিক পিকনিক, ক্যালেন্ডার বিতরণ ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা ফ্যান্টাসি গার্ডেন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষক অসিম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিক,বিশেষ অতিথি ছিলেন মৌচাক সাহিত্য – সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সাংবাদিক আলাউদ্দীন রাজা । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক রবিউল ইসলাম, অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কওসার আলী, কবি সুশান্ত বিশ্বাস,কবি আক্তার হোসেন,কবি লুৎফর রহমান,কবি ফিরোজ আহমেদ, কবি মহাদেব,কবি জয়নাল আবেদীন, কবি শহিদুল ইসলাম,কবি ও সাহিত্যিক পঞ্চানন সরকার,কবি আবু তাহের,কবি শিউলি আক্তার,কবি অর্পিতা মল্লিক,জুলেখা আক্তার, আনোয়ারা খাতুন, আরাফাত হোসেন, তামিম আহমেদ। অনুষ্ঠান শেষে শহীদ শরীফ ওসমান সাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Author

আরও খবর

Sponsered content