ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
শুক্রবার (রাত) সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবদিঘী জুলাই চত্বর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।এ সময় বিক্ষোভকারীরা বন্দর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।