সারাদেশ

লাকসাম উপজেলায় নলকূপ ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ২:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার প্রত্যন্ত এলাকায় ২০টি মসজিদ ও মাদরাসায় নলকূপ সহ অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ ) সকাল ১০ টার দিকে উপজেলার লাকসাম শান্তা টাওয়ার অর্থাৎ (সুরক্ষা হাসপাতালের পাশে) মাঠে পানির ট্যাংকি মটর পাম্প ও নলকূপ সহ অন্য সামগ্রীগুলো মাদরাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেয়া হয়।

ছওয়াবের অফিসার এসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রাম মো: মামুদ ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারি, বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর লাকসাম পৌরসভা।

তিনি বলেন, ‘ছওয়াবের এই মহৎ উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি। লাকসাম উপজেলায় নিম্নআয়ের মানুষের বসবাস। এখানে নলকূপ ও মানবিক সহায়তাগুলো আরো বেশি করে দেয়ার জন্য ছওয়াবের প্রতি অনুরোধ করছি।’

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রাশেদুল আলম প্রভাষক, এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা।লাকসাম পৌরসভা সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, লেকচারার মুহাম্মাদ শহিদ উল্যাহ আরো উপস্থিত ছিলেন মাকছুদুর রহমান , জাহিদুল ইসলাম ও ছওয়াবের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের, ফটোগ্রাফার হৃদয় আহম্মেদ পাপ্পু , গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

আরও খবর

Sponsered content