প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৯:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ
মো:রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি স্বশরীরে উপস্থিত হয়ে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ ইনছান মিয়া (৪৮), পিতা—মৃত হোসেন আলী, নওপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি স্থানীয় ফুল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে গ্রহণ করেন এবং চুক্তি অনুযায়ী প্রতিবছর ১৪ হাজার টাকা করে সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। চলতি বছরে নির্ধারিত সময়ের মধ্যে সুদের টাকা পরিশোধ করতে ২–৩ দিন সময় চাইলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১টার দিকে ফুল মিয়ার ছেলে মামুন মিয়া মোবাইল ফোনে ইনছান মিয়াকে নওপাড়া গ্রামের আছর উদ্দিনের দোকানের সামনে আসতে বলেন। সেখানে পৌঁছামাত্র মামুন মিয়া ইনছান মিয়া ও তাঁর স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কোমর থেকে একটি পিস্তল বের করে ইনছান মিয়াকে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সময় আশপাশে থাকা স্থানীয় লোকজন পিস্তলটি প্রত্যক্ষ করেন এবং দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী রবিন (১৪) ও রওশনা (৫০) জানান, স্থানীয়রা এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্ত মামুন মিয়া ভবিষ্যতেও ইনছান মিয়াকে প্রাণে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় ইনছান মিয়া ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি বলেন,
“ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি।”
ঘটনাস্থলের আশপাশের কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মতো ঘটনা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী নিশ্চিত করেছেন। তবে ওসি মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন,
“অভিযোগ কার কাছে আছে তা এখনো আমার জানা নেই। আমি বর্তমানে থানার বাইরে আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

















