মোমিন আলি লস্কর, জয়নগর,ভারক:- রাজ্য সরকার বাংলার প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ নিশ্চিত করার জন্য ” পথশ্রী” প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতেও পাকা রাস্তা তৈরি করা হচ্ছে এবং মেরামতের প্রয়োজন এমন রাস্তাগুলিতে মেরামত করা হচ্ছে। রবিবার দক্ষিণ ২৪পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধান সভার কেন্দ্রের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্যা বনানী গায়েন দাস নারিকেল ফাটিয়ে।বামনগাছি গ্ৰামে নতুন ঢালাই রাস্তা উদ্বোধনের খুশি এলাকাবাসী।দক্ষিণ ২৪ পরগনা জেলায় বামনগাছি এলাকায় দীর্ঘদিনের যাতায়াত স্থায়ী সমাধান হলো। দীর্ঘদিন ধরে এই এলাকার এটি রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা ছিল যার ফলে হাজার গ্রামবাসী দূরভোগের মধ্যেই ছিল। বিশেষ করে বর্ষাকালে বা জরুরি প্রয়োজনে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়তো ।অবশেষে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বামনগাছি অঞ্চলের উদ্যোগে নতুন রাস্তা শুভ উদ্বোধন হল। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্যা বনানী গায়েন দাস। বামনগাছি তাঁতী পাড়া মোড় থেকে বিশ্বচক পর্যন্ত।প্রায় এক কিলোমিটার রাস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সরদার, বামনগাছি অঞ্চলে প্রধান সাহেবা সেরিফা বিবি লস্কর, বামনগাছি অঞ্চলে যুব সভাপতি মাহাতাব লস্কর কার্যকরী সভাপতি ধীমান মন্ডল,বামনগাছি অঞ্চলের বামনগাছি বুথের সদস্য জগদিশ মন্ডল, সদস্যার প্রতিনীধি গনেশচন্দ্র হালদার,এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা পরিষদের সদস্যা বনানী গায়েন দাস সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছে।
তিনি আরো বলেন এই রাস্তা নির্মাণে ৭৫কোটি ৪১ লক্ষ ৫৬ হাজার ৭০০শত টাকা ব্যায়ে করা জন্য বরাদ্ধ করা হয়েছে।প্রায় এক কিলোমিটার রাস্থা।সাধারণ মানুষের সুবিধার্থে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।দীর্ঘদিনের ভাঙ্গাচড়া ইটের রাস্তা পাকা ঢালাই রাস্তা পরিণত হলে এখন খুবই সহজে গ্রামের যানবাহন প্রবেশ করতে পারবে। আধুনিক মানের এই রাস্তা পেয়ে উল্লাসিত এলাকাবাসীরা রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।