প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৩:১৪:২১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান নিরাপত্তা কার্যক্রম নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (আজ) বিকেল সাড়ে পাঁচটায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ (ফেজ-টু) বাস্তবায়নের অগ্রগতি এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে।
বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে।















