সারাদেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় ১ যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ২:১০:০৬ প্রিন্ট সংস্করণ

আমির হোসেন,তাহেরপুর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার(শুক্ল স্টেশন)চারাগাঁও এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।

জানা যায়,(২২ ডিসেম্বর)সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে সোলেমান মিয়া(২১)।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম। তিনি দৈনিক মুক্তকথন নিউজকে জানান, পোস্টমর্টেম করার জন্য মরদেহ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আব্দুস সামাদ মুন্সির ফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ না করায় উনার বক্তব্য জানা যায় নি।

Author

আরও খবর

Sponsered content