সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সাংবাদিক ঐক্য পরিষদ সাওপ এর গভীর শোক প্রকাশ

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৭:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ।

 

এক শোকবার্তায় সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক গণতন্ত্রের আপোসহীন নেত্রী এবং অভিভাবককে হারাল। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে, সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)-এর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সাথে, তাঁর শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Author

আরও খবর

Sponsered content