মুক্তকথন ডেস্ক : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকায় এজেন্টবিহীন ইটের সোলিং রাস্তা নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নির্মিত ওই ইটের সোলিং রাস্তায় দুই পাশে কোনো এজেন্ট (বাঁধাই ইট) ব্যবহার করা হয়নি। এতে অল্প সময়ের মধ্যেই রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ব্যবহৃত ইটের মানও সন্তোষজনক নয়।
জানা গেছে, রাস্তাটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কামরুন নাহার সাঈদ। এ বিষয়ে জানতে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো তথ্য না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করে বাড়ি চলে যান।
এ সময় তিনি দাবি করেন, “ইটের সোলিং রাস্তার দুই পাশে এজেন্ট দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।” এই বক্তব্যের পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে তার স্বামী মোহাম্মদ আবু সাঈদও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত ও কাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারি অর্থে নির্মিত উন্নয়নকাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।