এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য শেখ মো. নুরুল হকের জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মনিরুল ইসলামকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস দল উত্তরার নিজ বাসায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলামকে আটক করে। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার দৈনিক মুক্তকথন নিউজকে জানান, তাকে সন্ত্রাসবিরোধী আইনে আটক দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।