প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৬:০৮:২৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি : ২৭ কুড়িগ্রাম-৩ আসনে নিজেদের মনোনীত প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষণার পর কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী—পরিচিত মানবতার ফেরিওয়ালা ও জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী এক নেতার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী নেতা-কর্মী পরিচালিত একাধিক মিডিয়া পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে দাবি তাদের।
নেতাকর্মীরা জানান, সংশ্লিষ্ট প্রার্থী দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার এই জনপ্রিয়তাকে খর্ব করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তারা মনে করেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান দলের নেতারা।
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

















