মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খঞ্জনদিয়ার অবস্থিত ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে আজ (৫ জানুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
সকালে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষকরা বলেন, “শিক্ষার্থীদের মুখে হাসি আর চোখে স্বপ্ন দেখে আমরা অনুপ্রাণিত। এভাবেই আমরা বছরের শুরুটা সুশৃঙ্খলভাবে করতে চেয়েছিলাম।”
নতুন ইউনিফর্ম ও ব্যাগে সুসজ্জিত শিক্ষার্থীদের পদচারণায় স্কুল আঙিনা হয়ে ওঠে আনন্দঘন। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সময়মতো বই, ক্লাস ও পরিবেশের জন্য ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল সত্যিই প্রশংসনীয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ২০২৬ শিক্ষাবর্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা পূর্ণ প্রস্তুত।