শরিফ মিয়া, জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ১২তম বর্ষব্যাপী ২৪ প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
গত ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী ইসলামপুর উপজেলার গৌর নিতাই আশ্রম (হরিসভা) প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গৌর নিতাই আশ্রমের সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন কুমার দাসের সঞ্চালনায়
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, মানবতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অপরিহার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌর নিতাই আশ্রমের সহ-সভাপতি রিপন বন্দ, কোষাধ্যক্ষ পংকজ কর্মকার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, ছাত্রনেতা নেওয়াজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক পলাশ বন্দসহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী।
প্রতিদিন ভক্তিমূলক কীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তবৃন্দের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।মহোৎসবের অংশ হিসেবে বুধবার ৭ জানুয়ারি মহাপ্রভুর ভোগরাগ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
লীলাকীর্তন পরিবেশনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা কীর্তনীয়া ও কীর্তন সম্প্রদায় অংশগ্রহণ করেন, যা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আবেগ, আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।।