নিউজ অপারেটর: ৭ ই জানুয়ারি বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড দৌলতপুর এলাকায় পুকুরে ১ টি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে উঠেছে।
০৫ নং ওয়ার্ড বাসিন্দা, মো. মাহিন হাফিজ সাহেব জানান, এলাকার অনেকেই বলাবলি করছে লাশটি কয়েকদিন আগে থেকেই পুকুরে ছিল, তবে কেউ লাশ সম্পর্কে নিশ্চিত ছিলেন না।
পরবর্তীতে এই বিষয়ে, ৫ দিন পুর্বের একটি ঘটনার বিবরণ দিয়েছেন ১৪ বছর বয়সী জান্নাত নামের এক মেয়ে। সে জানায় সেই রাতে চিৎকার এর শব্দ পায় ও খেয়াল করে লোকটিকে পুকুড় পাড়ে দেখতে পায়। সে তার কিছু পরিবারের সদস্য নিয়ে ঘটনাস্থলে যায়, লোকটিকে পুকুরে পরে থাকা অবস্থায় দেখে।
পাড়ে উঠার জন্য লোকটি চেষ্টা করলে, তারা লোকটিকে পাড়ে উঠতে সাহায্য করতে একটি বড় লাঠি এগিয়ে দেয়। একপর্যায়ে লোকটি পানিতে তলিয়ে যায়। জান্নাত ও তার পরিবারের সদস্যরা ঘন্টা খানিক অপেক্ষা করে আর কোনো নজির দেখতে না পেয়ে ঐ স্থান ত্যাগ করে। ঘটনাস্থলে আর কাউকে দেখতে পায়নি বলেও জানান সেই জান্নাত নামের মেয়েটি।অজ্ঞাতনামা লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ সময় ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের পর জানা যাবে, কিভাবে তার মৃত্যু হয়েছে।লাশটি পানিতে ছিল উলঙ্গ অবস্থায় , পুকুরের পারে পাওয়া গেল তার ব্যবহৃত কাপড়, ব্যবহৃত কাপড়ের পকেটে পাওয়া গেছে একটি অটো রিক্সার চাবি।