অভিযান

ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগের সংবাদ প্রকাশের পাঁচ মাস পর দুদকের অভিযান

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ২:২৬:৫৩ প্রিন্ট সংস্করণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান পরিচালিত হয়েছে।

পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী সংবাদের পাঁচ মাস পর আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা ত্রিশাল উপজেলা প্রকৌশল দপ্তর এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্প অনুমোদন, বরাদ্দ প্রদান, বিল উত্তোলন ও বাস্তব কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন।

দুদক সূত্রে জানা গেছে, দুই অর্থবছরে তিনটি ভিন্ন নামে একই মসজিদের উন্নয়নে বরাদ্দ নেওয়া হলেও বাস্তব কাজের সঙ্গে কাগজপত্রের তথ্যের ব্যাপক গরমিল পাওয়া গেছে। প্রাথমিক যাচাইয়ে প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় গুরুতর অসংগতি ধরা পড়েছে।

ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, “প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কোনো গড়মিল বা অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রথম প্রকাশ পায়। ওই প্রতিবেদনে উঠে আসে—২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় এক কোটি টাকা বরাদ্দ নেওয়া হলেও একটি প্রকল্পের কাজ একেবারেই হয়নি, একটি আংশিক কাজ করে বন্ধ রয়েছে এবং অপর একটি প্রকল্পে কেবল নামফলক স্থাপন করে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়েছে।

দুদকের অভিযানের মধ্য দিয়ে আলোচিত এই অনিয়মের প্রকৃত চিত্র উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।
    ভিজিট: www.muktokathannews.com
    (ইন্স্যুরেন্স আওতাভুক্ত)

    View all posts

আরও খবর

Sponsered content