প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ২:২২:১৯ প্রিন্ট সংস্করণ
আল আমিন খান,বিশেষ প্রতিনিধিঃ দত্তের বাজার ইউনিয়নের পাঁচুলীগ্রাম, মরহুম এম এ মালেক বিএসসির বাড়ি।অকুতভয় ও আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও বরেণ্য ব্যক্তিত্ব মরহুম এম এ মালেক বিএসসির রূহের মাগফিরাত কামনায় এক সশ্রদ্ধ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হাফিজুল ইসলাম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উজ্জ্বল আহমেদ পাপ্পু, সদস্য—পাগলা থানা বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক মেম্বার, সভাপতি—দত্তের বাজার ৬নং ওয়ার্ড বিএনপি এবং মোঃ রুবেল মিয়া, সদস্য—ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সোহেল প্রধান (পাগলা থানা যুবদল), মাহাবুব ইসলাম পয়েল ও শাকিল আহমেদ সজল (পাগলা থানা যুবদল)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তামিম, সাহারুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা জাসাস), মাসুম মিয়া (স্বেচ্ছাসেবক দল, দত্তের বাজার ইউনিয়ন), বাদল শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা অত্যন্ত আবেগঘন পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসাথে দত্তের বাজারের কৃতী সন্তান এম এ মালেক বিএসসির শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।
মাহফিলের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করা হয়। পাশাপাশি মরহুম এম এ মালেক বিএসসির বিদেহী আত্মার শান্তি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

















