মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার, ১১ জানুয়ারি বগুড়া সফরের পথে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প নগরীতে একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন।
দোয়া মাহফিলটি আয়োজন করা হয়েছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, যেখানে তারেক রহমান বিকেল ২টা ৩০ মিনিটে উপস্থিত থাকার কথা রয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, লন্ডনে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর তারেক রহমান এই প্রথমবার ঢাকার বাইরে কোনো জেলা সফরে যাচ্ছেন। ফলে তার এই সফর ও দোয়া মাহফিলকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।