প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৭:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ–১০ (গফরগাঁও-পাগলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জননেতা মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নির্দেশনায় মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পাগলা থানা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, মরহুমা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

















