মোমিন আলি লস্কর মগরাহাট:- বাংলাকে দুর্নীতি ও বঞ্চনার জাতিভেদ, হিংসা, হানাহানি,খুনা খুনি অরাজোগতা,বিভাজন, ওয়াকফ হোক বা এস আই আর, মূল্যবোধের রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির উদ্দগ্যে ১১ জানুয়ারী মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলার মোড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ ডাক দিয়েছেন এই সভাকে সাফুল্য মন্ডিত করার জন্য সাধারণ মানুষের মাঝে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গুরুত্ব পূর্ণ কথাগুলি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য কোষাধ্যক্ষ জালালুদ্দিন মহাশয় সাংবাদিক সম্মেলন করেন।তিনি সাংবাদিকের মুখ মুখি হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ মন্ত্রব্য করেন।
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য কোষাধ্যক্ষ জালালুদ্দিন সাহেব বলেন, ২০১১ সালে ১৮ই এপ্রিল দিল্লিতে এই পার্টির সূচনা হয়। পার্টির মূল উদ্দেশ্য, দুর্নীতি মুক্ত করা, স্বচ্ছ ভারত গড়ার যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করবে , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সমস্ত রাজনৈতিক দল মূল্যবোধের কথা বলে কিন্তু মূল্যবোধকে উদ্দেশ্য নিয়ে তার কর্মকান্ড পরিচালনা করে না। আগামী ১১ ই জানুয়ারি বিশাল প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তরফে ঘোলার মিনল মোড়ে।তিনি আরো বলেন সামনে ২০২৬বিধান সভা এই বিধান সভাকে পাখির চোখ করে,পার্টির কর্মীদের নিয়ে কিভাবে রাজ্যের বিভিন্ন স্থানে বিধান সভা স্বচ্ছ ভাবে দৃড়তা শহীদ শাসকের চোখে চোখ রেখে সাধারণ মানুষের স্বচ্ছাতা করার তাগিদে এই প্রকাশ্য মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন কুরবান আলী লস্কর, জেলা সভাপতি, জলাল উদ্দীন, রাজ্য কোষাধাক্ষ।নূরনবী সরদার, মগরাহাট পশ্চিম বিধানসভার প্রেসিডেন্ট, মনোয়ার হোসেন, পার্টির কনভেনার ,সহবিশিষ্ট ব্যাক্তিবগ