মোমিন আলি লস্কর জয়নগর,ভারতঃ দক্ষিণ চব্বিশ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন শনিবার যথাযথ মর্যাদা ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হল। জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোসা বাজার মিলন মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক স্বনিযুক্ত ল্যান্ড সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল স্বনিযুক্ত ভূমি জরিপকারীদের পেশাগত অধিকার, দীর্ঘদিনের সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা।
দক্ষিণ চব্বিশ পরগনা সেল্ফ-এমপ্লয়েড ল্যান্ড-সার্ভেয়ার্স ইউনিয়ন এর দ্বাদশতম বার্ষিক সম্মেলনে পক্ষ থেকে মূল দাবি গুলি হল ১/রাজ্য সরকারকে অবিলম্বে পূর্ণাঙ্গ জরিপ দপ্তর খুলতে হবে।
২/ কর্মরত ইউনিয়নের সকল আমিনকে উক্ত দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে
৩/ মাঠ জরিপ করে অবিলম্বে সংশোধিত মৌজা ম্যাপ তৈরি সহ ভূমির প্রকৃতি স্বত্বাধিকারী নির্ধারণ করতে হবে
৫/ পাকা বাড়ি তৈরি করার জন্য ভূমি জরিপ করে সাইট প্লান এর প্রেক্ষিতে বিল্ডিং প্ল্যান প্রস্তুত করে সরকারি অফিস থেকে অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
৬/ ভূমি সংস্কারের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
৭/ জমি রেজিস্টেশন ও মিউটেশনের ক্ষেত্রে উক্ত দাগে ১২ বছরের সার্চিং রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করতে হবে।এই সম্মেলনে উপস্থিত ছিলেন,সভাপতি,শিশির কুমার মিস্ত্রি, সম্পাদক যুধিষ্ঠির নিয়োগী, জেলা সভাপতি মানিক চন্দ্র গায়েন, জেলা সহ সভাপতি ইসমাইল মোল্লা, জেলা সহ-সম্পাদক আকরামুল মোল্লা,কোষাধক্ষ্য সন্তোষ কুমার নস্কর সহ সম্পাদক,মোকারম মল্লিক জাকির হোসেন লস্কর মেম্বার
,উদয় ভানু মেম্বার।