সারাদেশ

“দক্ষ যুবশক্তি, স্বনির্ভর অর্থনীতি” স্লোগানে সিলেটে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের পঞ্চম দিন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৪:০৫:২০ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগীয় প্রধান,মোঃ সাইফুল ইসলামঃ দক্ষ যুবশক্তি, স্বনির্ভর অর্থনীতি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ভ্রাম্যমান অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (মৎস্য চাষ) এর ছয় দিনব্যাপী অনুষ্ঠান মালার ৫ম দিনের অনুষ্ঠান শনিবার, ১০ জানুয়ারি সিলেট নগরীর মেজর টিলা এলাকার শাহ জালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা উন্নয়নমূলক এই প্রশিক্ষণটি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষ প্রশিক্ষণ পরিদর্শন করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব উৎফল বড়ুয়া। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ছালিম আহমদ খান। উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি উৎফল বড়ুয়া বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলবে। এছাড়া সরকারও নানা বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি মৎস্য চাষ প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার, ৬ জানুয়ারি ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং কাল ১১ জানুয়ারি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে মৎস্য চাষ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতা প্রদান শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content