প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
থানায় গিয়ে জিডি করবেন? নাকি এজহার করবেন? নাকি FIR এন্ট্রি করবেন?
অনেকেই ট্রার্মসগুল বুঝতে ভুল করেন, আপনি জেনে নিন সঠিক নিয়ম!

FIR, এজহার এবং থানায় মামলা—শব্দগুলো আইনের পরিভাষায় প্রায় একই সূত্রে গাঁথা, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য ও ধাপ রয়েছে। সাধারণ মানুষের কাছে এগুলো এক মনে হলেও আইনি প্রক্রিয়ায় এদের ভিন্ন ভিন্ন গুরুত্ব আছে।
নিচে সহজ ভাষায় এদের সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হলো:
১. এজাহার (Ejahar)
‘এজাহার’ শব্দটি আরবি শব্দ ‘জাহির’ থেকে এসেছে, যার অর্থ হলো প্রকাশ করা বা ঘোষণা করা।
• আইনি অর্থ: কোনো আমলযোগ্য অপরাধ (Cognizable Offense) সংঘটিত হলে, ভুক্তভোগী বা সাক্ষী ঘটনার বিবরণ দিয়ে থানায় যে লিখিত বা মৌখিক অভিযোগ করেন, তাকে সাধারণ ভাষায় ‘এজাহার’ বলা হয়।
• সহজ কথা: পুলিশকে ঘটনাটি সম্পর্কে জানানো বা নালিশ করাই হলো এজাহার। এটি মামলার ‘ইনপুট’ (Input) বা কাঁচামাল।
২. FIR (First Information Report)
FIR-এর পূর্ণরূপ হলো First Information Report, বাংলায় একে বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী।
• আইনি অর্থ: ফৌজদারি কার্যবিধির (CrPC) ১৫৪ ধারা অনুযায়ী, যখন কোনো ব্যক্তি থানায় এসে এজাহার বা অভিযোগ দায়ের করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) সেটি নির্দিষ্ট সরকারি ফরমে (বি.পি. ফরম ২৭) লিপিবদ্ধ করেন ও স্বাক্ষর করেন, তখন সেই নথিটিকে FIR বলা হয়।
• সহজ কথা: আপনার দেওয়া এজাহারটি যখন পুলিশ তাদের অফিশিয়াল খাতায় বা রেজিস্টারে এন্ট্রি করে ফেলে, তখন সেটি টেকনিক্যালি FIR হয়ে যায়।
৩. থানায় মামলা (Police Case / G.R. Case)
এজাহারটি যখন FIR হিসেবে রেকর্ড করা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি মামলা শুরু হয়ে যায়। থানায় হওয়া এই মামলাগুলোকে সাধারণত G.R. Case (General Register Case) বলা হয়।
• আইনি অর্থ: FIR নথিভুক্ত করার পর পুলিশ তদন্ত (Investigation) শুরু করার আইনগত এখতিয়ার পায়। এই পুরো আইনি প্রক্রিয়াটিই হলো ‘থানায় মামলা’।
• সহজ কথা: এজাহার গৃহীত হওয়ার পর পুলিশ আপনাকে একটি ‘মামলা নম্বর’ দেয়। অর্থাৎ রাষ্ট্র এখন আপনার অভিযোগটি আমলে নিল এবং অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করল।
এদের মধ্যে সম্পর্ক কী? (Relationship)
এদের সম্পর্কটি একটি ক্রমানুসারী প্রক্রিয়া (Process Flow)। সম্পর্কটি এমন:
এজাহার (অভিযোগ) ➡️ FIR (নথিভুক্তকরণ) ➡️ মামলা (আইনি পদক্ষেপ)
১. এজাহার হলো চাবি: আপনি ঘটনার বিবরণ দিয়ে (এজাহার) তালা খোলার চেষ্টা করলেন।
২. FIR হলো দরজা খোলা: পুলিশ যখন আপনার চাবিটি গ্রহণ করল এবং খাতায় লিখল (FIR), তখন আইনের দরজা খুলে গেল।
৩. মামলা হলো ঘরের ভেতরের কাজ: দরজা খোলার পর পুলিশ তদন্ত, আসামি গ্রেফতার এবং আদালতে চালান দেওয়ার যে কাজ শুরু করে, সেটাই মামলা।
একটি উদাহরণ দিয়ে বুঝুন
ধরি, মিস্টার রহিমের বাড়িতে চুরি হয়েছে।
১. মিস্টার রহিম থানায় গিয়ে একটি কাগজে চুরির বিবরণ লিখে ওসি সাহেবের কাছে জমা দিলেন। এই কাগজটি হলো এজাহার।
২. ওসি সাহেব কাগজটি পড়ে দেখলেন এটি গুরুতর অপরাধ এবং এটি নির্দিষ্ট রেজিস্টারে এন্ট্রি করলেন। এই এন্ট্রি করা নথিটি হলো FIR।
৩. FIR হওয়ার সাথে সাথে পুলিশ চোর ধরার জন্য তদন্ত শুরু করল এবং আদালতে রিপোর্ট পাঠাল। এই পুরো বিষয়টি হলো রহিমের থানায় মামলা।
জরুরি কিছু তথ্য (Note)
• সব এজাহার FIR হয় না: যদি অভিযোগটি ছোটখাটো অপরাধ বা আমল অযোগ্য হয় (যেমন সাধারণ ঝগড়া বা হুমকি), তবে পুলিশ সেটিকে FIR হিসেবে না নিয়ে জিডি (General Diary) হিসেবে রেকর্ড করতে পারে।
• মালিকানা: FIR একবার হয়ে গেলে সেটি আর বাদীর একার থাকে না, সেটি রাষ্ট্রের সম্পত্তিতে পরিণত হয় এবং রাষ্ট্রই তখন বাদীর হয়ে মামলা লড়ে।

















