শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে “মানবতার হাত ফাউন্ডেশন”। কনকনে শীতে অতিদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম বাপ্পি। এ সময় মানবতার হাত ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে ওঠেন সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষরা। তারা জানান, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে। ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
মানবতার হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং মানবিক সংগঠনগুলোর প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি