সারাদেশ

রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৩:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

বিপ্লব চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) সকালে আগুনের ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং বহু মানুষ আতঙ্কিত হয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স control room জানিয়েছে, আগুনটি সকাল প্রায় ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার সেক্টর–১১, রোড নং ১৮-এর একটি ফ্ল্যাটে লাগতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় সকাল ১০টায় পুরোপুরি আগুন নেভানো হয়।

এ ঘটনায় তিনজন নিহত হন । নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন তলা থেকে প্রায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

Author

আরও খবর

Sponsered content