সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ১:৩৫:৩৩ প্রিন্ট সংস্করণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের টাউন ক্লাব হলরুম মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করেছে ।অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
এসময় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

আরও খবর

Sponsered content