আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে এই বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, দেশের সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতির ঘটনা বেড়েছে, অথচ প্রশাসন নির্বিকার।
মিছিলটি নগরীর গাঙ্গিনাপাড়, শামসুদ্দিন রোড, টাউন হল, জিলা স্কুল মোড়, কাচারি রোড, চামড়াপট্টি হয়ে নতুনবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় যুবদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পথসভায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ বলেন,যুবদল জনগণের পাশে আছে, থাকবে। দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন জনগণের সরকার—যা কেবল একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।
বিক্ষোভে অংশগ্রহণ করেন মহানগর যুবদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও শত শত সাধারণ যুবক।
বিএনপি ও যুবদল সূত্রে জানা গেছে, সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় এই ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত।