সারাদেশ

দৌলতপুরে সীমান্তবর্তী এলাকায় বিজিবি অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ২:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে দুটি অস্ত্র, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি সহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা পাকুড়িয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্ত প্রাগপুর বিজিবি সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মঞ্জিল সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে
গোয়ালঘর থেকে ১টি শর্ট গান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আটক মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই তার ভাতিজা একই গ্রামের টুটুল সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়।  এ সময় তার ঘরে রাখা চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন,
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ আটককৃতদের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content