প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ৫:২৯:২৪ প্রিন্ট সংস্করণ
রতন রায়,রাজারহাট উপজেলার প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে “জুলাই স্মৃতিচারণ কুইজ প্রতিযোগিতা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭-জুলাই), সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে জুলাই কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।
জুলাই স্মৃতি স্মরণে তেইশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা কমিটি।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.মো: রহমত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশাদুজ্জামান,উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আলহাজ্ব আরফানুল আলম।
এসময়ে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলার আহবায়ক তোফায়েল আহমেদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম,মুখপাত্র আবু মোহাম্মদ হাসান মেহেদী সহ কমিটির নেতৃবৃন্দ।