দুর্নীতি

পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ৯:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক

 

পিরোজপুর জেলা প্রতিনিধি :- -আজ সকাল ৯ঃ৫০ ঘটিকার সময়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় একজন ভুয়া সেনা সদস্য,ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার পরিচয় বহনকারী মোঃ সোহেল (২৮), পিতাঃবারেক হাওলাদার,গ্রামঃ বদরপুর,ডাকঘরঃ মৌকরন, পটুয়াখালী সদর কে, তার শ্বশুরবাড়ি এলাকা পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোড়া গ্রাম থেকে থানা পুলিশ গ্রেফতার করেন।

জানা যায় উক্ত ব্যক্তি শ্বশুর বাড়ি এলাকায় বিগত ৫ আগস্ট এর পর থেকে উক্ত ভুয়া পরিচয় বহন করে দুটি বিবাহ করেন এবং শ্বশুর বাড়ি এলাকায় সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে হাসি রানী দাস,স্বামী কৃষ্ণ চন্দ্র দাস,গ্রাম বকসির ঘটিচোরা, থানা মঠবাড়িয়া এর নিকট হতে ৫০ হাজার টাকা দাবি করে ১৫০০০ টাকা নগদ হাতিয়ে নেয় বলে জানা যায়।
উক্ত প্রতারক শ্বশুর বাড়ি এলাকায় বিভিন্ন চা দোকানে আর্মির বড় অফিসার বলে পরিচয় প্রদান করেন এবং মঠবাড়িয়া সেনা ক্যাম্পে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা যায়। উল্লেখ্য,তিনি বর্তমানে মঠবাড়িয়া থানা পুলিশের হেফাজতে থানায় আটক আছেন। তার নামে এখনো কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়া  চলমান রয়েছে।

Author

আরও খবর

Sponsered content