সারাদেশ

মুজিবনগরে পরিত্যক্ত ককটেল বিষ্ফোরণে এক কিশোর আহত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ৫:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ মজিবনগরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আলিফ হোসেন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্ৰামে মাঠে এ ঘটনা ঘটে। আহত কিশোর আলিফ হোসেনকে ভর্তি করা হয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালে।

আলিফ হোসেন যতারপুর গ্ৰামের আল আমিন হোসেনের ছেলে ।
স্থানীয়রা জানান, কিশোর আলিফ হোসেন নিজেদের মেহগনি বাগান পরিষ্কার করা করাজ করছিল। এসময় কোদাল দিয়ে গাছের গোড়ার মাটি কোপানের সময় আকস্মিকভাবে একটি ককটেল বিষ্ফোরিত হয়। এতে আলিফের পায়ের কিছু অংশ ঝলসে যায়। বিষ্ফোরণের বিকট শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়। মাটিতে লুটিয়ে পড়া আলিফ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। ককটেলে আহত আলিফ আশংকামুক্ত হলেও তার বেশি কিছুদিন চিকিৎসার প্রয়োজন বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, ধারণা করা হচ্ছে বছর দুয়েক আগে কে বা বার মাটির নিচে ককটেল পুতে রাখে। কোদালের কোপে তা বিষ্ফোরিত হয়েছে।

Author

আরও খবর

Sponsered content