প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১০:৫১:৪০ প্রিন্ট সংস্করণ
তালাত মাহামুদ,নরসিংদীর প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর কারারচর হইতে । র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসির আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হত্যা ও ডাকাতি মামলা সহ একাধিক মামলার পলাতক দুই আসামি কে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সহ গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলেন– মো. মনির হোসেন (৩৫), পিতা-ফজলুল রহমান ফজর মিয়া, মাতা-ছকিনা বিবি এবং বরকত উল্লাহ (২০), পিতা-শেখ ফরিদ, মাতা-ফাতেমা বেগম। উভয়েই নরসিংদী জেলার শিবপুর থানাধীন উত্তর কারারচর গ্ৰামের বাসিন্দা।
অভিযান কালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (যার গায়ে লেখা “MADE IN USA NO.1”), একটি ম্যাগাজিন (লেখা “NO.1”), দুটি পিস্তলের গুলি (লেখা “KF-7.65”), ৩৬টি ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম শুকনো গাঁজা, একটি GIXER 5F মোটরসাইকেল, একটি YAMAHA R15 মোটরসাইকেল এবং একটি নষ্ট OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, হত্যা ও ডাকাতিসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা একে অপরের সহযোগিতায় এসব অপরাধ সংঘটিত করে আসছিল।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকেই র্যাব-১১ সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক দমন সহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
র্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে
গত এক বছরে
১৬২ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৬৪ জন হত্যা মামলার আসামি, ৭১ জন ধর্ষণ মামলার আসামি, ২১ জন অস্ত্র মামলার আসামি সহ ৩৯৩ জনের বেশি অপরাধী গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৬৮ জন অপহৃত ভিকটিম।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।