খেলা

বাগেরহাটে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পপুরী শুরু

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৪ , ৪:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- ‘করব কাবিং খেলার ছলে, স্মার্ট বাংলাদেশ গড়ব বলে’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে ৫ দিনব্যাপী জেলা কাব স্কাউট ক্যাম্পপুড়ি শুরু হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে খানজাহান আলী কলেজ মাঠে এই ক্যাম্পপুড়ির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি।

জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের খালিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, অধ্যাপক বুলবুল কবির, শেখ হায়দার আলী বাবুসহ স্কাউটসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পপুড়িতে ৯টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৫০টি ইউনিট অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ থেকে ১১ বছর বয়সী ৩০০ জন শিক্ষার্থীকে কিচির মিচির, আপনঘর, জ্ঞান জিজ্ঞাসা, কাব কার্নিভাল ও খেলার জগৎ শেখানো হবে। এই ক্যাম্পুড়ি সম্পন্ন করার জন্য স্কাউটের একশ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

Author

আরও খবর

সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর শ্রীপুরে পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,নবীন বরণ ও পুরুষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মরহুম আদিল উদ্দিন মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাফুফেকে চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Sponsered content