সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চরফ্যাশন প্রেসক্লাবের মানববন্ধন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:১২:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ মাহবুবুর রহমান বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে চরফ্যাশন প্রেসক্লাবের সদস্যরা। রবিবার সকাল ১০ টায় চত্বওে প্রেসক্লাব এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকারী তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রত বিচারের আওতায আনার দাবি করছি।

চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি ও আমারদেশ প্রতিনিধি লোকমান হোসেন বলেন, রাষ্ট্রের দাযত্বি হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাডবে।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে চরফ্যাশন দুলার হাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘিœত হয, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে ।

বিজ্ঞাপন- মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন

এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির , যুগ্ম সম্পাদকও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, প্রেসক্লাবের বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দি ডেইলী ট্রাইব্যুনাল প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, যুগ্ম সম্পাদক চরফ্যাশন প্রেসক্লাব ও কালেরকন্ঠ ও বরিশাল বার্তা প্রতিনিধি কামরুল সিকদার এশিয়ান টিভির দুলার হাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতারকন্ঠ এর প্রতিনিধি শাহ কামাল, তছলিম আখন্দ তারুন্য টিভি, সাংবাদিক শফিউল্লাহ শফি মুকিত ফ্রিল্যান্স সাংবাদিক, বানিজ্য প্রতিদিন জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মে: ফুয়াদ প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content