খেলা

সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:২২:৫৪ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন,ক্রাইম রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ারঃ  সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া ঐতিহ্যবাহী উপজেলা মিনি স্টেডিয়ামে সরাইল কুট্টাপাড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে কুট্টাপাড়া একাদশ বনাম সরাইল একাদশ এর অংশগ্রহনে ২য় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম ‘সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

 

বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদের সভাপতিত্বে এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, ছাত্রদলের নেতা জামাল হোসেন লস্কর, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাজিন ও সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় রেফারী হিসেবে মাসুম উল্লাহ খন্দকার, শফিকুল ইসলাম ও হাসিব দায়িত্ব পালন করেন। খেলায় কুট্টাপাড়া একাদশ বনাম সরাইল একাদশ ০-০ গোলে সমতা অর্জন করেন। অনিবার্য কারণ বসত ট্রাইবেকারে গিয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content