রাজনীতি

চামরদানী ইউনিয়নের ০৫ ও ০৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার,মধ্যনগর প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নির্দেশে পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটির ফরম বিতরণ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নেরও আশ্বাস দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।আজ ১১ই আগষ্ট চামরদানী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের সাহাপুর গ্ৰামে ও জনতা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে (কায়েস মিয়া বিল্ডিং)পৃথক পৃথক ভাবে কমিটি গঠন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াশিল আহমেদ,শহিদুল হক আকাশ, কামাল খন্দকার,বকুল তালুকদার, শহিদুল ইসলাম ,নির্মল রায় ,আলী হোসেন,ফুল মিয়া,বিনয় সরকার,আসাদুজ্জামান শহীদ,হাবিব সারোয়ার হাবিব ,কয়েস মিয়া,পাবেল মিয়া,বাবুল মিয়া, জিয়াউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের বৈষম্য দূরীকরণে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলতে হবে। এজন্য তৃণমূলের নিবেদিতপ্রাণ ও শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কমিটিতে ঠাঁই দিতে হবে।”

তারা আরও বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করে ফ্যাসিবাদমুক্ত কমিটি গঠনই আমাদের লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে দলের হাইকমান্ডের কর্মসূচি বাস্তবায়নে আমরা দ্রুত ওয়ার্ডভিত্তিক কার্যকর কমিটি গঠনে কাজ করে যাচ্ছি।”

বক্তারা জানান, কোনো ধরনের ভুলপ্রতিটি ওয়ার্ডে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠন গোছানোর কার্যক্রম শুরু হয়েছে এবং উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলকে নতুনভাবে গড়ে তুলতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content