সারাদেশ

পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা -মুফতি আলী হাসান ওসামা 

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ২:২৪:৪৭ প্রিন্ট সংস্করণ

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: ভারতকে খুশি রাখার জন্য বিগত সরকার সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখেছিল। ২৪শের গণবিপ্লবের পরবর্তী সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছে। আমরা বারবার দাবি করে আসছি পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারীগুলো খোলে দেয়ার জন্য। কিন্তু সরকার সেই দিকে একটুও লক্ষ্য করছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি পাথর ও বালুমহল খেকোরা দেদারসে অপরিকল্পিত ভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে সিলেটের পর্যটনশিল্প ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান ওসামা খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক মজলিসে শুরা পরবর্তী সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোমবার (১১আগস্ট) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস,  বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ।

Author

আরও খবর

Sponsered content