সারাদেশ

তারাকান্দায় ইউএনও’র সাথে অসদাচরণে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ২:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসাইনের সাথে অসদাচরণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে ইউএনও’র কার্যালয়ে প্রবেশ করে জাতীয়তাবাদী যুবদলের বিসকা ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল আলম অসদাচরণ করেন। এ সময় তার সঙ্গে থাকা ১০–১২ জনও ইউএনও’র সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

ঘটনার পর উপজেলা যুবদল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশরাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আশাদুল হক মন্ডল ও যুগ্ম-আহ্বায়ক মোঃ রাসেল মন্ডলের স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও জাকির হোসাইন গণমাধ্যমকর্মীদের বলেন, “বিষয়টি অনভিপ্রেত ও অনাকাঙ্খিত, যা সত্যিই দুঃখজনক।”

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান জানান, ইউএনও’র সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও অভিযুক্ত যুবদল নেতা আশরাফুল আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Author

আরও খবর

Sponsered content