সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের ৩৭৪/১ নং পিলারের বিপরীত দিক থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন হরিপুর উপজেলার মারাধার গ্রামের ইলিয়াস আলী (৭২), আব্দুল রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) এবং বাদশা মিয়া (৩২)।

আটককৃতদের মধ্যে ইলিয়াস আলী জানান, গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘাস কেটে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার কর্তব্যরত এএসআই মিজানুল ইসলাম সজীব জানান, ধর্মগড় বিওপি’র নায়েক আজাহারুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। রাতেই মামলাটি রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Author

আরও খবর

Sponsered content