নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় প্রেম কে কেন্দ্র করে আসিফ (২০) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
১১ (মার্চ) সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ভোলা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কদমতলা এলাকায় নুরু মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আসিফ ওই ওয়ার্ডের মো. বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। আহত হয়েছে – ওই ওয়ার্ডের মো. দুলাল, বাবু, রাসেল, মিরাজ ও আব্দুল হান্নান।
স্থানীয় সূত্রে জানা যায় , স্থানীয় সুবর্ণা আক্তার (১৭) নামের এক মেয়ের সঙ্গে নিহত আসিফের প্রেমের সম্পর্ক ছিল। সন্ধ্যায় আসিফ ও তার কয়েকজন বন্ধু মিলে নুরু মিয়ার দোকানের সামনে ঝালমুড়ি খাচ্ছিল। এসময় সুবর্ণা দোকানে আসে ঝাল মুড়ি খাওয়ার জন্য তখন আসিফের সাথে থাকা কয়েকজন কিশোর তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। পরে কিশোরীর ভাই কবির আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে তারা চলে যায়। যাওয়ার এক ঘণ্টা পরে আবার সন্ধ্যা সাতটার সময় কবিরসহ বেশ কয়েকজন মিলে আসিফ ও তার বন্ধুদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কবির দাঁড়াল চাপাতি দিয়ে আসিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে স্থানীয়রা আসিফসহ আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করে। অভিযুক্ত কবির, চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছালেম মিয়ার ছেলে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফোন পাওয়া যায়নি।
উপপরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা যায় একজন কিশোরীকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করছি , এবং তদন্ত করে পুরো ঘটনার বিস্তারিত জানাতে পারব।